Spread the love

অনুদানকারী হতে চান?

আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন-

একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে স্থবির হয়ে পড়েছে সারা বিশ্ব। প্রতিদিনই কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হচ্ছে। আর মারা যাচ্ছে কয়েক হাজার। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এ মহামারি ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকজন মৃত্যুর ঘটনাও ঘটেছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা গ্রহণ করা হয়েছে।

দৈনন্দিন জীবন যাপনে অচলাবস্থা নেমে এসেছে। দেশের সব উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। দিন মজুরেরা কাজ হারিয়েছে। রিকশা চালকেরা রিকশা নিয়ে বের হতে পারছে না। ৭ কোটি শ্রমিকের দেশে এ এক অন্ধকার সময় নেমে এসেছে।

‘হোপ বরগুনা’ এসব বেকার মানুষদের খাদ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যয়ে তার অগ্রযাত্রা শুরু করেছে। মহান স্বাধীনতার মাস মার্চ এর ২৫ তারিখে আমরা প্রথমে ২০ জনকে সাহায্য করেছি। আর এখন আমরা আরো বড় লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছি। মহামারী করোনা ভাইরাস এর এ দুর্যোগের সময়ে হঠাৎ কাজ হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারেন আপনিও। আপনার সাহায্য আমরা অতি দ্রুত পৌঁছে দিব সেই মানুষগুলোর হাতে। আমরা বিশ্বাস করি আমাদের সবার একটু একটু করে পাঠানো সাহায্য কিছুটা হলেও এসব কর্মহীন সানুষগুলোর মুখে হাসি ফোটাবে।

যেভাবে সাহায্য পাঠাবেন-

যে কোন ধরনের সাহায্য ও অনুদান পাঠাতে ফোন করুন- 01779554775 (সকাল ১০ টা থেকে রাত ৮ টা)

আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন- m.me/HopeBarguna

অথবা ইমেইল করতে পারেন- hope@hopebarguna.org

অনুদান সরাসরি বিকাশে পাঠাতে পারেন- ব্যক্তিগত বিকাশ নম্বর- 01779554775

প্রবাসীরা বিদেশ থেকে পেপ্যাল বা যে কোন ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুদান পাঠাতে Donate বাটনে ক্লিক করুন- 

এছাড়া সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন-

সরদার ম্যানশন (২য় তলা) সদর রোড, বরগুনা
Scroll to Top