Spread the love

সকলের জন্য ইফতার

🙏🙏শুদ্ধতার মাস হোক মানবিকতার মাস🙏🙏

আমাদের জন্য সবচেয়ে বরকতময় মাস হল মাহে রমজান। প্রতি বছরের ন্যায় সময়ের আবর্তনে এবারও রমজান এসেছে তাঁর আপন মহিমা ও শুদ্ধতায়।

তবে এমন রমজান মাস আগে কখনো দেখে নি এই পৃথিবী। আগের মত উৎসবের আমেজ নেই এবার। নেই চাঁদ দেখার আয়োজন। মসজিদে মসজিদে তারাবী হচ্ছে না। সাধারন মানুষের জন্য ইফতার এর ব্যবস্থা হচ্ছে না মসজিদ গুলোতে।

মহামারী করোনার কারনে চারিদিক আজ নিস্তব্ধ। তবু এই রমজানে ধর্মীয় কাজগুলো থেমে থাকবে না। সবাই রোজা রাখবে মহান আল্লাহকে রাজি-খুশি করার আশায়। কিন্তু নিম্নবিত্ত ও অসহায় গরীব মানুষের ঘরে আজ সেহরীর চাল নেই। ইফতারে খাবারের পসরা তো আকাশ-কুসুম কল্পনা। 

পবিত্র রমজান মাসের দৈনিক রোজা রেখে যাতে একটু ইফতার আমরা সকলের মুখে তুলে দিতে পারি, সে লক্ষ্যে আমাদের এই প্রকল্পের পথচলা শুরু।  আমরা বরগুনার প্রতিটি অসহায় গরীব ও নিম্নবিত্ত পরিবারগুলোর কাছে ইফতার সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দিতে চাই।। “সকলের জন্য ইফতার” প্রকল্পের প্রতিটি প্যাকেজে থাকছে “ছোলা-চিড়া-চিনি-মুড়ি-সেমাই-খেজুর“। এর সাথে থাকবে সেহরীর জন্য “চাল-আলু-ডাল-ডিম“।

আপনারা এই রমজান মাসের যাকাতসহ অন্যান্য দান -সদকার টাকাটা অনুদান হিসেবে দিতে পারেন আমাদের। আর সেই অনুদান দিয়ে আমরা এই করোনাকালের অসহায় রোজাদার মানুষগুলোর ইফতার ও সেহরীর খাবারের ব্যবস্থা করব।

 
মরণঘাতী করোনা হয়তো অনেক জীবন কেড়ে নিবে, আবার অনেক জীবনের রঙিন স্বপ্নকে ফিকে করে তুলবে। কিন্তু আমাদের অঙ্গীকার আমরা কারো জীবনকে এভাবে ফিকে হতে দিব না। আমাদের সামর্থ্যের মধ্যদিয়ে আমরা একটু একটু যত্নে তাঁদের আশাগুলোকে লালন করবো, সতেজ রাখবো। এই আমাদের প্রতিজ্ঞা।

যেভাবে সাহায্য পাঠাবেন-

যে কোন ধরনের সাহায্য ও অনুদান পাঠাতে ফোন করুন- 01779554775 (সকাল ১০ টা থেকে রাত ৮ টা)

আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন- m.me/HopeBarguna

অথবা ইমেইল করতে পারেন- hope@hopebarguna.org

আমাদের ফেসবুক পেজ- https://facebook.com/hopebarguna

ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন- https://facebook.com/groups/hopebarguna

অনুদান সরাসরি বিকাশে পাঠাতে পারেন- ব্যক্তিগত বিকাশ নম্বর- 01779554775

প্রবাসীরা বিদেশ থেকে পেপ্যাল বা যে কোন ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুদান পাঠাতে Donate বাটনে ক্লিক করুন- 


এছাড়া সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন-

সরদার ম্যানশন (২য় তলা)
সদর রোড, বরগুনা