Spread the love

কিশোরীদের জন্য হাইজিন পণ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ১০-১৯ বছর বয়সী একটি মেয়েকে কিশোরী হিসাবে বিবেচনা করা হয়। শৈশব এবং যৌবনের মধ্যে রূপান্তরকালকে বয়ঃসন্ধিকাল বলা হয় যা পরবর্তীতে সন্তানের বৃদ্ধি এবং বিকাশের সাথে চিহ্নিত। এই সময়কালে মেয়েদের শারীরিক, মানসিক এবং জৈবিক বিকাশ ঘটে। এটি একটি মেয়ের জীবনচক্রের একটি বিশেষ সময় হিসাবে স্বীকৃত যা বিশেষ মনোযোগ প্রয়োজন। 

সারা বছরই বাংলাদেশ সরকারসহ অন্যান্য দাতা সংস্থাগুলো কিশোর-কিশোরিদের বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য সচেতনতার জন্য কাজ করে। কিন্তু বর্তমানে করোনার কারনে সব কার্যক্রম বন্ধ। বিভিন্ন স্কুলে স্কুলে মেয়েদের জন্য হাইজিন কর্ণার থাকলেও এখন স্কুল বন্ধ থাকায় কিশোরীরা তা থেকে সুফল লাভ করতে পারছে না। নিম্ন আয়ের পরিবার গুলোর প্রধান উপার্জন কারী ব্যক্তিটি কাজ হারানোর দরুন ব্যক্তিগত ভাবেও মেয়েরা পার্সোনাল হাইজিন নিশ্চিত করতে পারছে না। এ অবস্থায় বরগুনার কয়েক লাখ কিশোরীরা পড়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। আর এর সরাসরি প্রভাব পড়বে আমাদের “টেকসই উন্নয়ন প্রকল্পে”

নিম্ন আয়ের পরিবার গুলোর কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হোপ বরগুনা “কিশোরীদের জন্য হাইজিন পণ্য” নামে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে যেখানে পিছিয়ে পড়া পরিবারগুলোর মেয়েদের জন্য ব্যক্তিগত হাইজিন পণ্য সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় ১০ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ব্যক্তিগত হাইজিন পণ্য হিসেবে স্যানিটারি ন্যাপকিন, বিউটি সোপ, কাপড় ধোয়ার সাবান ও শ্যাম্পু সরবরাহ করছি।

এই করোনার প্রাদুর্ভাব হয়ত এক সময় কেটে যাবে কিন্তু আমাদের দেশের “টেকসই উন্নয়ন” যেন বাধা গ্রস্ত না হয় সে লক্ষ্যেই আমরা এ দুর্যোগের মাঝেও “কিশোরীদের জন্য হাইজিন পণ্য” প্রজেক্ট চালিয়ে যাব।

"কিশোরীদের জন্য হাইজিন পণ্য" প্রকল্পে অনুদান

আমাদের ভবিষ্যেযত মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করতে পারেন আপনিও। কোন ধরনের সাহায্য ও অনুদান পাঠাতে ফোন করুন- 01779554775 

আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন- m.me/HopeBarguna

ফেসবুক গ্রুপ- facebook.com/groups/hopebarguna

ফেসবুক পেজ- facebook.com/HopeBarguna

অথবা ইমেইল করতে পারেন- hope@hopebarguna.org

অনুদান সরাসরি বিকাশে পাঠাতে পারেন- ব্যক্তিগত বিকাশ নম্বর- 01779554775

প্রবাসীরা বিদেশ থেকে পেপ্যাল বা যে কোন ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুদান পাঠাতে Donate বাটনে ক্লিক করুন- 


এছাড়া সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন-

সরদার ম্যানশন (২য় তলা)
সদর রোড, বরগুনা