
শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য
শিশুরাই এ জাতির ভবিষ্যত। তাঁদের হাতেই এ বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সৃষ্ট অচলাবস্থায় আমরা চাই না একটি শিশুও অপুষ্টির শিকার হোক।
বরগুনার প্রতিটি শিশুকে নিয়মিত ভাবে উচ্চ প্রোটিন ও শক্তি সম্পন্ন খাবার সরবরাহ করা হবে এ ক্যাম্পেইন থেকে। এর মধ্যে থাকবে হাই প্রোটিন খিচুড়ি, উচ্চ শক্তি সম্পন্ন নুডলস, তরল দুধ, প্রক্রিয়া জাত শিশু খাদ্য ইত্যাদি।
এর পাশাপাশি আমরা শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন দেশীয় ফলমূল সরবরাহের ব্যবস্থা করা হবে।
আমাদের যে যার অবস্থান থেকে সাহায্য করলে আমরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অপুষ্টির হাত থেকে রক্ষা করতে পারব। আপনারা যে কোন ধরনের সাহায্য আমাদের পাঠাতে পারেন।
যেভাবে সাহায্য পাঠাবেন-
যে কোন ধরনের সাহায্য ও অনুদান পাঠাতে ফোন করুন- 01779554775 (সকাল ১০ টা থেকে রাত ৮ টা)
আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন- m.me/HopeBarguna
অথবা ইমেইল করতে পারেন- hope@hopebarguna.org
অনুদান সরাসরি বিকাশে পাঠাতে পারেন- ব্যক্তিগত বিকাশ নম্বর- 01779554775
প্রবাসীরা বিদেশ থেকে পেপ্যাল বা যে কোন ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুদান পাঠাতে Donate বাটনে ক্লিক করুন- [wpedon id=109]
এছাড়া সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন-
সরদার ম্যানশন (২য় তলা)
সদর রোড, বরগুনা