
আপনার যাকাতের অর্থ ব্যবহৃত হোক সঠিক কাজে, মানবতার কল্যাণে
একবিংশ শতাব্দীর মহামারী “করোনা”র করালগ্রাসে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সকল মানুষ কমবেশি আক্রান্ত, ক্ষতিগ্রস্থ। দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষসহ ছোট উদ্যোক্তারা আজ কাজ হীন, জীবিকাহীন। করোনা শুরুর প্রাম্ভ থেকেই হোপ বরগুনা এ মানুষগুলোর পরিবারের পাশে দাঁড়িয়েছে। আর “হোপ বরগুনার” পাশে দাঁড়িয়েছে অসংখ্য মানবতার সেবকেরা। বিভিন্নভাবে আপনারা আমাদের সাহায্য করেছেন। আপনাদের পাঠানো সাহায্য আমরা পৌঁছে দিয়েছি সঠিক অসহায় মানুষের কাছে, স্বযত্নে।
পবিত্র রমজান মাস শেষের এই সময়ে আপনার যাকাতের অর্থ আমাদের ফান্ডের মাধ্যমে চলে যাবে সকল অসহায় নিম্নবিত্ত মানুষের কাছে, তাঁদের প্রয়োজনে। হয়ত কয়েকদিনের খাবারের ব্যবস্থা হবে কিংবা পরিবারগুলোর শিশুরা পাবে পুষ্টিকর খাবার। কেউ কেউ জীবিকা ফিরে পাবে আপনার দেয়া যাকাতের মাধ্যমেই।
আপনার যাকাতের মাহাত্ম্য প্রতিফলিত হবে সমাজের সর্বত্র!
মনে করুন, এই বছর, এই সময়ে আপনার যাকাত কি কি করতে পারে?
- করোনার কারনে কাজ হারানো মানুষের পরিবারে খাবার যোগাবে
- ওইসব পরিবারের শিশুদের পুষ্টিহীনতার হাত থেকে রক্ষা করবে
- গরীব, নিম্নবিত্ত অসহায় মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করবে
- অসহায় প্রবীণ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করবে
- কিশোরীদের হাইজেনিক পণ্য সরবরাহ করে ভবিষ্যত বাংলাদেশকে গড়ে তুলবে
- মহামারী করোনার কারনে যারা স্থায়ীভাবে কাজ হারিয়েছে তাঁদের পুনর্বাসন করবে।
সর্বোপরি আপনার যাকাতই হবে অসহায় মানুষের পরশ কাঠি। যার ছোঁয়ায় তাঁদের ফিকে হওয়া জীবনে আশার বাতি জ্বেলে উঠবে।
আজই আপনার যাকাত “হোপ বরগুনার” যাকাত ফান্ডে দিয়ে “আশার ফেরিওয়ালা” হোন!
যেভাবে সাহায্য পাঠাবেন-
যে কোন ধরনের সাহায্য ও অনুদান পাঠাতে ফোন করুন- 01779554775 (সকাল ১০ টা থেকে রাত ৮ টা)
আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন- m.me/HopeBarguna
অথবা ইমেইল করতে পারেন- hope@hopebarguna.org
আমাদের ফেসবুক পেজ- https://facebook.com/hopebarguna
ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন- https://facebook.com/groups/hopebarguna
অনুদান সরাসরি বিকাশে পাঠাতে পারেন- ব্যক্তিগত বিকাশ নম্বর- 01779554775
প্রবাসীরা বিদেশ থেকে পেপ্যাল বা যে কোন ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুদান পাঠাতে Donate বাটনে ক্লিক করুন- [wpedon id=109]
এছাড়া সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন-
সরদার ম্যানশন (২য় তলা)
সদর রোড, বরগুনা